গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ ডা. জাফরুল্লাহ চৌধুরী’র মন সব সময় ছিল অসহায় ও দরিদ্র মানুষের পাশে। যেকোনো উৎসব বা দূর্যোগে তিনি সর্বদা ছুটে যেতেন তাদের সাহায্য ও সহযোগিতার জন্য। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া নীতি ও আদর্শ আজও গণস্বাস্থ্য কেন্দ্রে বহমান।
২৯শে মার্চ, ২০২৫ইং তারিখে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, তেল, চিনি, দুধ, মিনাভিটসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এই শুভ কাজে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. মনজুর কাদির আহমেদ, ভূমি পরিচালক আব্দুস সালাম এবং গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মী-কর্মকর্তাবৃন্দ।
আমরা আশা করি এই ছোট্ট সহায়তা ঈদের আনন্দকে আরও পূর্ণতা দিবে।
Photo Credits: GK Staff