করোনা মহামারীর প্রকোপে আজ জনজীবন বিপর্যস্ত। চলমান লকডাউনের কবলে পড়ে খেটে খাওয়া মেহনতি মানুষের শত শত পরিবার আজ দিন কাটাচ্ছে অনাহারে-অর্ধাহারে। দুস্থ মানুষের দুর্দশা লাঘবে গণস্বাস্থ্য কেন্দ্র বদ্ধপরিকর। গত বছরের ন্যায় এই বছরও গণস্বাস্থ্য কেন্দ্র করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে ‘জরুরি খাদ্য সহায়তা’ কার্যক্রমের আওতায় হাতে নিয়েছে ত্রাণ বিতরণ কর্মসূচি। প্রাথমিক পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান হচ্ছে ৫০০ দুস্থ পরিবারকে।
Gonoshasthaya Kendra’s Emergency Response to Combat COVID-19
Food Assistance Program (Phase 2)
Please donate to us.