গত ২০শে অক্টোবর ২০২২, বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় জেন্ডার সেল এর এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের জেন্ডার বিষয়ক কার্যাবলী সম্পর্কে মূল্যবান মতামত/পরামর্শ প্রদান করে জেন্ডার সেলের সদস্যগণ। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন জনাব আকলিমা খাতুন, বিভিন্ন বিভাগের জেন্ডার সেল সংক্রান্ত বিষয়ে আলোচনা, জেন্ডার সেল এর টিওআর, গণস্বাস্থ্য কেন্দ্রের জেন্ডার নীতিমালা খসড়া অনুমোদন প্রসংগে, জেন্ডার বাজেট অনুমোদন এবং বিবিধ বিষয়ে আলোচনা করেন জেন্ডার সেলের সভাপতি ও সদস্যগণ।
সভার স্থান: গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক মহোদয় এর সভাকক্ষ।
ছবি সৌজন্যেঃ শাহানাজ পারভীন, মানব সম্পদ বিভাগ
Facebook Link:https://www.facebook.com/gksavar/posts/pfbid02i1rFSzqs1G9fvRLdnqegAA8d9GCh9D1n8DoR9m5k7YMjcPVue1p6QQvPtHFiuePnl