অদ্য ১৫/০২/২০২৩ তারিখ ইকোনিটস লিমিটেডের ৬ষ্ট তলার সেমিনার কক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও ইকোনিটস লিমিটেড এর মধ্যে Health Care Scheme (Insurance Model) for RMG Workers in Bangladesh নামক প্রজেক্টের আধীন স্বাস্থ্য সেবা প্রদান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে কার্যক্রমটির সিনিয়র পরিচালক ডা. এ কে এম রেজাউল হক এবং ইকোনিটস লিমিটেড এর পক্ষ থেকে কাজী আরহাব আহমেদ, পরিচালক, অপারেশন উক্ত চুক্তিটি স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের আরএমজি হেলথ ইন্সুরেন্স প্রজেক্টের বিজনেস ম্যানেজার এস এম ফেরদৌস কবীর, মো: রাজিব মুন্সী, অর্থব্যাবস্থাপক, গণস্বাস্থ্য কেন্দ্র সহ প্রজেক্টের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইকোনিটস লি. পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন এন কে সানজিয়া নাইওলা, হেড অফ অপারেশন, আব্দুল আজিজ, কারখানা ব্যবস্থাপক, মো: জামাল হায়দার, ব্যবস্থাপক এইচ আর, রশিদ-উল-আলম কাদেরী, ব্যবস্থাপক, এ্যাডমিন। এছাড়া উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইকোটেক্স লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাফায়েত কবির চৌধুরী, পরিচালক, মানব সম্পদ, মোহাম্মদ আবু ফরহাদ, পরিচালক, ইন্টারনাল অডিট। প্রাথমিকভাবে এটি একটি পাঁচ বছর (১৬/০২/২০২৩ থেকে ১৫/০২/২০২৮) মেয়াদী চুক্তি।
ছবি কৃতজ্ঞতাঃ ফেরদৌস কবির
Facebook Link:https://www.facebook.com/gksavar/posts/pfbid02LTMGXEF1hTahnjtJNFHaTv1rCj8BRj9kJxENasjK2VTTr2Tt52eR83TYmrdeURBSl
Video Link:https://www.facebook.com/reel/1211366103104068