গণস্বাস্থ্য কেন্দ্র একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা । যার শুরু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে “বাংলাদেশ হাসপাতাল” নামে। ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার “গণস্বাস্থ্য কেন্দ্র” একটি রেজিষ্টার পাবলিক চেরিটেবল ট্রাষ্ট হিসাবে নিবন্ধিত করেন। গণস্বাস্থ্য কেন্দ্রের যাত্রা শুরু “গ্রামে চল গ্রাম গড়” মূলমন্ত্র দিয়ে। গণস্বাস্থ্য কেন্দ্রের অধীনে চরস্বাস্থ্য কার্যক্রমে ২ বছরের জন্য চুক্তি ভিত্তিক মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: মেডিকেল অফিসার
সময় সীমা : ২ বছরের জন্য (চুক্তি ভিত্তিক)
পদ সংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা:এমবিবিএস পাস
অভিজ্ঞতা: ১/২ বছর
বেতন: ৫০,০০০.০০ টাকা।
কর্মস্থলঃ গাইবান্ধা গণস্বাস্থ্য কেন্দ্র, পলাশবাড়ী রোড়, গাইবান্ধা।
আবেদনের শেষ তারিখ: ২১.০৩.২০২২ ইং
শর্তবলী:
১.আগ্রহী প্রার্থীদের নিকট হতে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা, ন্যাশনাল আইডি কার্ড, অভিজ্ঞার সনদ, ৩ কপি পাসপোট সাইজের সত্যায়িত ছবি, ১ জন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর।
যোগাযোগের ঠিকানাঃ কাওছার আলী রেজা, আঞ্চলিক পরিচালক, গাইবান্ধা গণস্বাস্থ্য কেন্দ্র।
মোবাইল নম্বর: ০১৭১৯৫৩৪৫৬৭
ই মেইল: [email protected]
বি.দ্র: অফিস চলাকালীন সময়ে নিন্ম ঠিকানায় দরখাস্ত আহবান করা যাচ্ছে। ইমেইল অথবা ডাকযোগে পাঠানোর জন্য অনুরোধ করা গেল।