গণস্বাস্থ্য কেন্দ্রে ৭০ জন মেয়ে ও ৩০ জন ছেলে প্রশিক্ষণার্থী প্যারামেডিক নেওয়া হবে। নিম্নলিখিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছেঃ
» শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিভাগ হতে নূন্যতম SSC পাশ।
» প্রশিক্ষণ কালে এবং প্রশিক্ষণ শেষে বাংলাদেশের যে কোন এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
» প্রার্থীকে অবিবাহিত এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।
বেতন-ভাতাঃ প্রশিক্ষণকালীন মাসিক ভাতা – ৬,০০০-৭,০০০/- টাকা।
আগ্রহী প্রার্থীদের তিন কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের ফটোকপি এবং ‘গণস্বাস্থ্য স্বাস্থ্য প্রশিক্ষণ বিভাগের’ অনুকূলে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট এর কপিসহ ১৫ ফেব্রুয়ারী, ২০২২ এর মধ্যে পরিচালক, স্বাস্থ্য প্রশিক্ষণ বিভাগ, গণস্বাস্থ্য কেন্দ্র, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪ ঠিকানায় আবেদন পত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। অথবা প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে [email protected] ই-মেইলের মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করা যাবে।
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ১৮ ই ফেব্রুয়ারী, ২০২২ সকাল ১০.০০ ঘটিকায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে প্রশিক্ষণ বিভাগে অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য প্রশিক্ষণ বিভাগ, গণস্বাস্থ্য কেন্দ্র, পো: মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪। ফোন: ০১৭১০-৩০৭৭৭৬, ০১৭২৪-৪৫০৩৮৩
ওয়েব সাইট: https//gonoshasthayakendra.com
ফেসবুক পেজ: https//www.facebook.com/gksavar