১৭ই মার্চ, ২০২১
গণস্বাস্থ্য কেন্দ্র, সাভারে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১। এ উপলক্ষে আজ বিকাল ৩ ঘটিকায় গণস্বাস্থ্য কেন্দ্রের বঙ্গবন্ধু চত্বরে ডা. মাহবুব জুবায়ের সোহাগের পরিচালনায় শিশুদের জন্য এক বিশেষ চিত্রাংকন প্রতিযোগিতা ও শিশুদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় মোট ৩টি বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ ও সিনিয়র পরিচালক ডা. এ কে এম রেজাউল হক।
ছবি তুলেছেন: মোঃ শাহীন হাসান