গত ২৪শে মে, ২০২১ তারিখে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক এক জরুরী সভা অনুষ্ঠিত হয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনারের কার্যালয়ে। ঘূর্ণিঝড় ইয়াস চলাকালে সাগর অনেক উত্তাল থাকার কথা চিন্তা করে নোয়াখালিতে জরুরী রোগী রেফার করা সম্ভব হবে না বলে ধারণা করা হয়। কিন্তু সেই সময় গর্ভবতী মহিলাদের জরুরী প্রজনন স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে সিজারিয়ান অপারেশন সহ সব রকম প্রস্তুতি নেয়ার জন্য ভাসান চরে কর্মরত সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী গত ২৫শে মে, ২০২১ তারিখে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান কার্যালয় থেকে চার জনের একটি বিশেষজ্ঞ দল ভাসান চরে পাঠানো হয়। উল্লেখ্য যে, এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের রোহিঙ্গা স্বাস্থ্য সেবা বিষয়ে জরুরী সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ রোহিঙ্গা স্বাস্থ্যসেবায় সব রকমের সহায়তা প্রদানের আশ্বাস দেন। যার ধারাবাহিকতায় ভাসানচরে এই টিম পাঠানো হয়।
টিমের সদস্যবৃন্দের মধ্যে ছিলেন-
১. ডা. রুমানা চৌধুরী, গাইনী সার্জন
২. ডা. মাসুদুর রহমান, এনেস্থেসিওলজিস্ট
৩. আসমা, সিনিয়র ওটি নার্স
৪. মোঃ মোস্তাফিজ, ল্যাব টেকনিশিয়ান
দুইদিন যাবত এই টিম গর্ভবতী মহিলাদের চেক আপ করতে থাকেন। গতকাল দুপুরে চেক আপ চলাকালে একজন গর্ভবতীর প্রসব বেদনা উঠলে পরবর্তী এক ঘন্টার মধ্যে সকল প্রকার ব্যবস্থা এবং প্রস্তুতি নেয়ার পর বিকাল ৫টায় তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয় এবং ভাসানচরের সর্বপ্রথম অপারেশনটি সফলতার সাথে সম্পন্ন করা হয়। সফল অপারেশনে একটি কন্যা শিশুর জন্ম হয়। শিশুটির বাবা-মা সার্জন রুমানা চৌধুরীর নামে বাচ্চার নাম রাখেন ‘রুমানা’। অপারেশনের সময় নোয়াখালি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইফুদ্দিন রাফি সার্বক্ষণিক পর্যক্ষণে ছিলেন।
কক্সবাজার এবং ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী শিবিরে সর্বপ্রথম স্বাভাবিক ডেলিভারীর মাধ্যমে সন্তান প্রসব গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমেই হয়েছিল। ভাসানচরে এ পর্যন্ত ১৭১ জন শিশুর জন্ম হয়েছে যার প্রায় প্রতিটিতেই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রত্যক্ষ সহযোগিতা ছিল।
সর্বাত্মক সহযোগিতার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার , বাংলাদেশ নৌ বাহিনী (ভাসানচর, কন্টিজেন্ট), স্বাস্থ্য বিভাগ, এবং সর্বোপরি বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার
ছবি কৃতজ্ঞতা: ডা আরেফিন রহমান, মেডিকেল অফিসার, গণস্বাস্থ্য কেন্দ্র, ভাসানচর