গণস্বাস্থ্য কেন্দ্রের ভূতপূর্ব চেয়ারপারসন এবং অন্যতম ট্রাস্টি অধ্যাপক ড. আলতাফুন্নেসা মায়া আজ ৭ই এপ্রিল, ২০২৫, সোমবার, দুপুর ১:৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা গভীর শোকের সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তাঁর মহৎ কাজ এবং মানবতার প্রতি অবিচল প্রতিশ্রুতি গণস্বাস্থ্য কেন্দ্রের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে। আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দিন এবং পরিবার ও শোকার্তদের ধৈর্য্য দিন।
গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার তাঁর স্মৃতিকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
– গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার
The former Chairperson of Gonoshasthaya Kendra and one of the Trustees, Professor Dr. Altafunnesa Maya, passed away today, Monday, April 7, 2025, at 1:30 PM. Innalillahi wa inna ilaihi raji’un.
We deeply mourn the loss of her departed soul. Her noble work and unwavering commitment to humanity will continue to inspire Gonoshasthaya Kendra. May Allah rest her soul in peace and grant patience to the family and the bereaved.
The Gonoshasthaya Kendra family will remember her memory with respect.
– The Gonoshasthaya Kendra Family