Health Care Scheme (Insurance Model) for RMG Workers in Bangladesh আওতায় ২৪শে নভেম্বর ২০২১ তারিখ গণস্বাস্থ্য কেন্দ্র পিএইচএ ভবনের কনফারেন্স রূমে গণস্বাস্থ্য কেন্দ্র ও ইকোটেক্স লিমিটেড এর মধ্যে গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে সিনিয়র পরিচালক ডা. এ কে এম রেজাউল হক এবং ইকোটেক্স লিমিটেড এর পক্ষ থেকে রেদওয়ান আর চৌধুরী, পরিচালক, এইচ আর এন্ড ইথিক্যাল ট্রেডস উক্ত চুক্তি স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি শ্রীমতি সন্ধ্যা রায়, প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রতনগীর কবীর, স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিভাগের সহকারী পরিচালক মাহজেবীন চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি শেখ মো: কবির, এস এম ফেরদৌস কবীর, বিজনেস ম্যানেজার; মো: রাজিব মুন্সি, অর্থ ব্যবস্থাপক সহ গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইকোটেক্স লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাফায়াত কবীর চৌধুরী, পরিচালক, এইচ আর; শতদল ইসলাম, সিনিয়র ম্যানেজার, এইচ আর এন্ড ইথিক্যাল ট্রেডস; মো: নাজমুল হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ, এইচ আর এন্ড ইথিক্যাল ট্রেডস। এখানে উল্লেখ্য যে ইকোটেক্স লিমিটেড ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ৪ বছর মেয়াদী চুক্তির আওতায় গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিভাগ থেকে তাদের প্রায় ১৫০০০ কর্মীর জন্য সমন্বিত স্বাস্থ্য সেবা নিয়েছে। সেবাটি চলমান রাখতে ইকোটেক্স লিমিটেড আগামী ৫ বছরের জন্য চুক্তিটি নবায়ন করছে। এখানে আরো উল্লেখ্য যে এইবারের চুক্তির আওতায় কর্মীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য যুক্ত করা হয়েছে।
ছবি কৃতজ্ঞতাঃ ফেরদৌস শিকদার, ভারপ্রাপ্ত ম্যানেজার, পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্র।