১৫ই আগস্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। সকাল ১০ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যার সূচনা হয়।
ডা. মাহবুব জোবায়ের সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, ডা. মিজানুর রহমান, ডা. এ টি এম আব্দুল হান্নান, ডা. মাহজেবীন চৌধুরী, শেখ মোহাম্মদ কবীর প্রমুখ। আলোচনা শেষে ১৫ই আগস্টের শহীদদের আত্নার শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। তাছাড়া দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ, বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করার ব্যবস্থা করা হয়। এছাড়া দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার একটি কর্মসূচির সূচনা করা হয়, যা মাসব্যাপী চলমান থাকবে।
ছবি কৃতজ্ঞতা: আশিকুর রহমান ও শাহীন হাসান