বাংলাদেশের স্বাধীনতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ ছবি প্রতিযোগিতা
বাংলাদেশের স্বাধীনতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি বিশেষ ছবি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
আজ ০১.০৩.২০২১ তারিখে গণস্বাস্থ্য কেন্দ্র সাভারের “বঙ্গবন্ধু চত্বরে” গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ ছবি প্রতিযোগিতার লোগো ও পোস্টারের মোড়ক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার ড. এস. তাসাদ্দেক আহমেদ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, প্রতিযোগিতার প্রধান বিচারক বাংলাদেশের প্রথম FIAP স্বর্ণপদক লাভকারী ফটোগ্রাফার হাসান সাইফুদ্দিন চন্দন, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা দেবব্রত চৌধুরী, যুগ্ন-সম্পাদক খন্দকার মফিজুল ইসলাম, প্রদর্শনী সচিব কে. এম. জাহাঙ্গীর আলম, গণস্বাস্থ্য কেন্দ্র, গণ বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, ছাত্র ও কর্মীবৃন্দ।
এরপর আলোকচিত্রী কিশোর পারেখের তোলা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণকালের একটি দুর্লভ মুহূর্তের ছবি গণস্বাস্থ্য কেন্দ্রে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ফটোগ্রাফির মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত ঐতিহাসিক স্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো অন্বেষণই হবে এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। জাতীয় স্মৃতিসৌধ, মুজিবনগর যাদুঘর কমপ্লেক্স, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, জাতীয় সংসদ ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার, অপরাজেয় বাংলা, জেলাব্যাপী মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত অন্যান্য স্মৃতিসৌধ হচ্ছে এবারের ছবি প্রতিযোগিতার বিষয়বস্তু। ১৮ বছর বয়সী এবং তদুর্ধ যে কোনো বাংলাদেশি নাগরিক আজ থেকে শুরু করে ৩১শে জুলাই ২০২১ পর্যন্ত নির্দিষ্ট ৯টি ক্যাটাগরিতে অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে সর্বোচ্চ ২৭টি ছবি প্রতিযোগিতায় জমা দিতে পারবেন।
আগস্ট মাসে প্রতিযোগীদের মধ্য থেকে ৯ জন বিজয়ী ও ৯ জন রানার্স-আপকে প্রাইজবন্ড, সার্টিফিকেট, ক্রেস্ট, মুক্তিযুদ্ধ এবং ফটোগ্রাফি বিষয়ক বই উপহার দেয়া হবে। এছাড়া প্রতিযোগিতার বিজয়ী ছবিগুলো নিয়ে করা হবে একাধিক প্রদর্শনী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে “গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ফটোগ্রাফি ক্লাব”-এর “গঠনতন্ত্র” আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।
ছবি তুলেছেনঃ রফিকুর রহমান রেকু, সিনিয়র ফটোগ্রাফার, গণ বিশ্ববিদ্যালয়
Date: March 01, 2021
Venue: Bongobondhu Chottor, Gonoshasthaya Kendra, Mirzanagar, Ashulia, Savar, Dhaka 1344