গণস্বাস্থ্য কেন্দ্র, গণবিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস এর যৌথ আয়োজনে ০৮ মার্চ ২০২২ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে র্যালী, মানব বন্ধন, আলোচনা সভাসহ ৬জন বীর নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক আলতাফুন্নেসা মায়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. এস তাসাদ্দেক হোসেন, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর এমডি ও ট্রাস্টি সন্ধ্যা রায়, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খন্দকার এবং গণবিশ্ববিদ্যালয়ের ও মেডিকেল কলেজের অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থীবৃন্দ।
স্বাগত বক্তব্য প্রদান করেন গণস্বাস্থ্য কেন্দ্রের মানব সম্পদ বিভাগের পরিচালক আকলিমা খাতুন, প্রধান আলোচকের বক্তব্য রাখেন অধ্যাপক নাসিম আক্তার হুসাইন এবং নতুন প্রজন্মের কাছে নারী দিবস ও আগামী দিনের ভাবনা সম্পর্কে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের অফিস সহকারী সাথী রানী।
অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন এবং বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ভানু খাতুন, রাহেলা খাতুন, ছামেনা খাতুন, ইরাকর, গীতা মজুমদার এবং পদ্মা রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র, সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ, গণবিশ্ববিদ্যালয় , গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।