প্রকাশিত হতে যাচ্ছে “Public Health: Through the Lens 2”
২০১৯ সালে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বাংলাদেশের দ্বিতীয় “জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতার” বিজয়ী ছবিগুলো নিয়ে এই বই। বইটির ভূমিকা লিখেছেন ২০০৩ সালের নোবেল বিজয়ী অধ্যাপক ডা. পিটার সি. আগ্রে। উল্লেখ্য ২০১৮ সালে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশের প্রথম “জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়। বইটি প্রি-অর্ডার করতে পারেন নিম্নোক্ত লিংকে।